০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান সাফজয়ী নারী ফুটবল দলকে যে বার্তা দিলেন

Spread the love


টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই অর্জনে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাতে লন্ডন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় জিয়াউর রহমানপুত্র বলেন, ‘এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত, দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
অভিনন্দন বার্তায় তারেক রহমান আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরও উন্নতি করবে। পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তারা আরও গঠনমূলক ভূমিকা রাখবেন।’ এর আগে ২০২২ সালে একই মাঠে একই প্রতিপক্ষ নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দুই বছরের মাথায় ফের চ্যাম্পিয়ন। তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ১১:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৭ টাইম ভিউ

তারেক রহমান সাফজয়ী নারী ফুটবল দলকে যে বার্তা দিলেন

আপডেটের সময় : ১১:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Spread the love


টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই অর্জনে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাতে লন্ডন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় জিয়াউর রহমানপুত্র বলেন, ‘এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত, দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
অভিনন্দন বার্তায় তারেক রহমান আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরও উন্নতি করবে। পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তারা আরও গঠনমূলক ভূমিকা রাখবেন।’ এর আগে ২০২২ সালে একই মাঠে একই প্রতিপক্ষ নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দুই বছরের মাথায় ফের চ্যাম্পিয়ন। তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।