১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নাহিদ রয়টার্সকে

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে

Spread the love

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম।
শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে।কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম (মাঝে)।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আপাতত, তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনসূসহ বাকি উপদেষ্টারা শপথ নিয়েছেন। নাহিদ ইসলামও উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন, সে বিষয়ে আমার কৌতূহল।নবগঠিত অন্তর্বর্তী সরকারে এই উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে যেকোনো নির্বাচনের আগে এখন নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
আগামীতে এ দেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা-এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমি ভবিষ্যতে কী হব, সেটি দেশের মানুষের চাওয়ার ওপর নির্ভর করবে।’

ভারত এ দেশের জনগণকে বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ভারত এ দেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনার সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
১১ টাইম ভিউ

নাহিদ রয়টার্সকে

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে

আপডেটের সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
Spread the love

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম।
শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে।কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম (মাঝে)।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আপাতত, তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনসূসহ বাকি উপদেষ্টারা শপথ নিয়েছেন। নাহিদ ইসলামও উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন, সে বিষয়ে আমার কৌতূহল।নবগঠিত অন্তর্বর্তী সরকারে এই উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে যেকোনো নির্বাচনের আগে এখন নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
আগামীতে এ দেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা-এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমি ভবিষ্যতে কী হব, সেটি দেশের মানুষের চাওয়ার ওপর নির্ভর করবে।’

ভারত এ দেশের জনগণকে বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ভারত এ দেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনার সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল।