০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মীরসরাই ঝর্ণা দেখতে গিয়ে ২ বন্ধুর লাশ নিয়ে ফিরলেন ২ জন

Spread the love

চার বন্ধু মিলে কুমিল্লা থেকে রাতে রওনা দেন ঝর্ণা দেখতে। মঙ্গলবার সকালে মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- cর ফাইনান্স অ্যান্ড মার্কেটিং বিভাগ ২য় বর্ষের অঞ্জন বড়ুয়া (২১) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান ২য় বর্ষের ছাত্র ফয়সাল হক (২২)। দুই বন্ধু ইমরান হোসেন ও ফয়সাল (২) ফিরে যায় তাদের মৃতদেহ নিয়ে।
নিহত অঞ্জন বড়ুয়া কুমিল্লার লালমাই থানার ছোট শরিফপুর গ্রামের গোপাল বড়ুয়ার পুত্র এবং ফয়সাল হক পাশের বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।
মৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে ট্রেনে করে কুমিল্লা থেকে কুমিল্লার ভিক্টোরিয়া ও সরকারি কলেজের চার বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। মঙ্গলবার ভোরে ট্রেন থেকে নেমে পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফেরত আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে নিচে পড়ে। এতে গাছের ডালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়। সঙ্গে থাকা বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে আনা সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা বিব্রত অবস্থায় আছেন; কারণ ওরা একসঙ্গে এসেছে ঝর্ণা দেখতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০৯:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
২৬ টাইম ভিউ

মীরসরাই ঝর্ণা দেখতে গিয়ে ২ বন্ধুর লাশ নিয়ে ফিরলেন ২ জন

আপডেটের সময় : ০৯:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
Spread the love

চার বন্ধু মিলে কুমিল্লা থেকে রাতে রওনা দেন ঝর্ণা দেখতে। মঙ্গলবার সকালে মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- cর ফাইনান্স অ্যান্ড মার্কেটিং বিভাগ ২য় বর্ষের অঞ্জন বড়ুয়া (২১) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান ২য় বর্ষের ছাত্র ফয়সাল হক (২২)। দুই বন্ধু ইমরান হোসেন ও ফয়সাল (২) ফিরে যায় তাদের মৃতদেহ নিয়ে।
নিহত অঞ্জন বড়ুয়া কুমিল্লার লালমাই থানার ছোট শরিফপুর গ্রামের গোপাল বড়ুয়ার পুত্র এবং ফয়সাল হক পাশের বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।
মৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে ট্রেনে করে কুমিল্লা থেকে কুমিল্লার ভিক্টোরিয়া ও সরকারি কলেজের চার বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। মঙ্গলবার ভোরে ট্রেন থেকে নেমে পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফেরত আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে নিচে পড়ে। এতে গাছের ডালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়। সঙ্গে থাকা বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে আনা সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা বিব্রত অবস্থায় আছেন; কারণ ওরা একসঙ্গে এসেছে ঝর্ণা দেখতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম।