০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নৌপথে পালানোর চেষ্টা, সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে।
রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর চেষ্টাকালে নিউমার্কেট থানার একটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।