০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তত ১০ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নুরের

Spread the love

আওয়ামী লীগকে আগামী ১০ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, গত দেড় দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম, খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে। তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত দশ বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে।

জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করারও আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণ-অভ্যুত্থান করেছে। পুরোনো রাজনীতি দিয়ে পাঁচ দশকেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। সুতরাং নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। তাই বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ আগামীতে স্থানীয় নির্বাচনসহ এককভাবে জাতীয় নির্বাচনে যাবে। সে লক্ষ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করছে।

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
১৫ টাইম ভিউ

অন্তত ১০ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নুরের

আপডেটের সময় : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
Spread the love

আওয়ামী লীগকে আগামী ১০ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, গত দেড় দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম, খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে। তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত দশ বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে।

জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করারও আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণ-অভ্যুত্থান করেছে। পুরোনো রাজনীতি দিয়ে পাঁচ দশকেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। সুতরাং নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। তাই বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ আগামীতে স্থানীয় নির্বাচনসহ এককভাবে জাতীয় নির্বাচনে যাবে। সে লক্ষ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করছে।

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।