০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৪ লাখ টাকা

Spread the love

ব্যাংক থেকে নগদ টাকা তোলার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকলেও এ সপ্তাহে চেকে ৪ লাখ টাকা তোলার সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ চার লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
৩১ টাইম ভিউ

চলতি সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৪ লাখ টাকা

আপডেটের সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
Spread the love

ব্যাংক থেকে নগদ টাকা তোলার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকলেও এ সপ্তাহে চেকে ৪ লাখ টাকা তোলার সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ চার লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।