০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনের সাথে বিএনপির সম্পর্ক দৃঢ়তর হবে: ফখরুল

Spread the love

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক দৃঢ়তর হবে, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ আগস্ট) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি

ফখরুল বলেন, বিপ্লবের পর এই আলোচনা গুরুত্বপূর্ণ। চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না। তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহয়তা করছে তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১১ টাইম ভিউ

চীনের সাথে বিএনপির সম্পর্ক দৃঢ়তর হবে: ফখরুল

আপডেটের সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
Spread the love

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক দৃঢ়তর হবে, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ আগস্ট) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি

ফখরুল বলেন, বিপ্লবের পর এই আলোচনা গুরুত্বপূর্ণ। চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না। তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহয়তা করছে তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।