ছাত্র আন্দোলনে নিহত ৯ জনের পরিবারকে বিএনপির সহায়তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গুলিতে নিহত ৯ জনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।
সোমবার (১২ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ নিহত প্রত্যেকের বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা দেন।
এ সময় তিনি প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেন।
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জি কে গউছ।
অর্থ সহায়তা প্রদানকালে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হাসান মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।