ড.আসিফ নজরুল সচিবালয় পরিচালনায় অতিরিক্ত ক্ষমতা পেলেন
সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা পেলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
সোমবার (১৮ নভেম্বর) সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে রাষ্ট্রপতির এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
জাতীয় স্বার্থে জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয় গেজেটে।
অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এতদসংক্রান্ত বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি-বিধানে যা থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে।
এতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এর অধীনে প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যা কিছুই থাকুক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন-
(ক) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য-সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদবিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।
তিনি সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করতে পারবেন।
এর আগে, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাকে জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়।