০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাসা ভাড়া কমানো নিয়ে যা বললেন অভিনেতা ইমতু

Spread the love

উপার্জনের তুলনায় বাসা ভাড়া বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় রাজধানীবাসীকে। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত ভাড়াটিয়াদের অভিযোগ, আইন ও নিয়মকানুন না মেনে বাড়িওয়ালারা বছর বছর ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে থাকেন।

দেশ সংস্কারের এই সময়ে রাজধানীর বাসা ভাড়া বৃদ্ধি কমানোর জন্য জন সাধারণের এক হতে বললেন উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

সোমবার (১৯ আগস্ট) ভেরিফায়েড ফ্যান পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন ইমতু। যেখানে তিনি বাসা ভাড়া কমানোর জন্য আন্দোলনের আহ্বান জানিয়ে লেখেন, বাসা ভাড়া নিয়ে কেউ আন্দোলন করছে না কেনো?

রাজধানীর বারিধারা এলাকায় থাকেন ইমতু রাতিশ। ঢাকার বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে তার ভাষ্য, বাসা ভাড়া যে হারে বেড়েছে, সেই হারে বেতন বাড়ছে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে গত বছর বাজার খরচও দফায় দফায় বেড়ে এমন পর্যায়ে গেছে এখন আর পণ্য তালিকায় কাটছাঁট করারও জায়গা নেই। এ অবস্থায় নতুন করে বাসাভাড়া বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ওপর বেশ চাপ তৈরি হচ্ছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির দামসহ জীবনযাত্রার খরচ মেটাতে এমনিতেই সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। এর মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বাসাভাড়া বাড়ছে নতুন করে। বছরের শুরুতেই এলাকাভেদে বাসাভাড়া বেড়েছে ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কোথাও কোথাও ফ্ল্যাটের আকারভেদে ভাড়া বেড়েছে ৫ হাজার টাকাও। যারা ভাড়া বাসায় থাকেন, তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় মাস শেষে বাসা ভাড়ায়। সাধারণত মানুষের খরচের তুলনায় আয় বেশি বাড়লে তাতে খরচ বাড়লেও মানুষের তেমন সমস্যা হয় না। কিন্তু দেশে গত দেড় বছর মূল্যস্ফীতির চেয়ে মানুষের মজুরি বৃদ্ধির হার কম।

এইসব বিষয় বিবেচনা করে ঢাকার বাসা ভাড়া কমানোর দাবি জানান ইমতু রাতিশ। সেই সঙ্গে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার জন্যেও আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

একাধিক টিভি চ্যানেলে উপস্থাপনায় দেখা যায় ইমতু রাতিশকে। তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। গেল বছর ‘প্রিয়তমা’ ছবিতেও তাকে দেখা গিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
১০ টাইম ভিউ

বাসা ভাড়া কমানো নিয়ে যা বললেন অভিনেতা ইমতু

আপডেটের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
Spread the love

উপার্জনের তুলনায় বাসা ভাড়া বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় রাজধানীবাসীকে। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত ভাড়াটিয়াদের অভিযোগ, আইন ও নিয়মকানুন না মেনে বাড়িওয়ালারা বছর বছর ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে থাকেন।

দেশ সংস্কারের এই সময়ে রাজধানীর বাসা ভাড়া বৃদ্ধি কমানোর জন্য জন সাধারণের এক হতে বললেন উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

সোমবার (১৯ আগস্ট) ভেরিফায়েড ফ্যান পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন ইমতু। যেখানে তিনি বাসা ভাড়া কমানোর জন্য আন্দোলনের আহ্বান জানিয়ে লেখেন, বাসা ভাড়া নিয়ে কেউ আন্দোলন করছে না কেনো?

রাজধানীর বারিধারা এলাকায় থাকেন ইমতু রাতিশ। ঢাকার বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে তার ভাষ্য, বাসা ভাড়া যে হারে বেড়েছে, সেই হারে বেতন বাড়ছে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে গত বছর বাজার খরচও দফায় দফায় বেড়ে এমন পর্যায়ে গেছে এখন আর পণ্য তালিকায় কাটছাঁট করারও জায়গা নেই। এ অবস্থায় নতুন করে বাসাভাড়া বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ওপর বেশ চাপ তৈরি হচ্ছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির দামসহ জীবনযাত্রার খরচ মেটাতে এমনিতেই সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। এর মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বাসাভাড়া বাড়ছে নতুন করে। বছরের শুরুতেই এলাকাভেদে বাসাভাড়া বেড়েছে ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কোথাও কোথাও ফ্ল্যাটের আকারভেদে ভাড়া বেড়েছে ৫ হাজার টাকাও। যারা ভাড়া বাসায় থাকেন, তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় মাস শেষে বাসা ভাড়ায়। সাধারণত মানুষের খরচের তুলনায় আয় বেশি বাড়লে তাতে খরচ বাড়লেও মানুষের তেমন সমস্যা হয় না। কিন্তু দেশে গত দেড় বছর মূল্যস্ফীতির চেয়ে মানুষের মজুরি বৃদ্ধির হার কম।

এইসব বিষয় বিবেচনা করে ঢাকার বাসা ভাড়া কমানোর দাবি জানান ইমতু রাতিশ। সেই সঙ্গে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার জন্যেও আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

একাধিক টিভি চ্যানেলে উপস্থাপনায় দেখা যায় ইমতু রাতিশকে। তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। গেল বছর ‘প্রিয়তমা’ ছবিতেও তাকে দেখা গিয়েছিল।