০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াত নেতা রফিকুল

Spread the love


আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াতের জোট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি গণমাধ্যমকে বলেছেন, ‘জামায়াতের সঙ্গে এই মুহূর্তে কোনো জোট নেই।’ জোট প্রসঙ্গে একই কথা বললেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (ত্রিশ আগস্ট) দুপুরে নরসিংদীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের প্র্যাক্টিক্যাল কোনো দলীয় জোট নেই।

রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল, সেটি আন্দোলনের জন্য জোট, সেটি অনেক আগেই অকার্যকর হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। কারণ, এখন অন্তর্বর্তী সরকার আছে, এরপর আছে নির্বাচন। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই। আমরা জোটবদ্ধ নই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
৪ টাইম ভিউ

বিএনপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াত নেতা রফিকুল

আপডেটের সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
Spread the love


আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াতের জোট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি গণমাধ্যমকে বলেছেন, ‘জামায়াতের সঙ্গে এই মুহূর্তে কোনো জোট নেই।’ জোট প্রসঙ্গে একই কথা বললেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (ত্রিশ আগস্ট) দুপুরে নরসিংদীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের প্র্যাক্টিক্যাল কোনো দলীয় জোট নেই।

রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল, সেটি আন্দোলনের জন্য জোট, সেটি অনেক আগেই অকার্যকর হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। কারণ, এখন অন্তর্বর্তী সরকার আছে, এরপর আছে নির্বাচন। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই। আমরা জোটবদ্ধ নই।