০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভিপি নুর ৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান

Spread the love


আগামী ৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা শেষে এ দাবি জানান তিনি।

ছাত্র-জনতা আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে নুর বলেন, যেসব দুর্নীতিবাজরা স্বৈরাচারী সরকারের সহযোগিতা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রশাসনের অভ্যন্তরে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান নুর। তিনি বলেন, তবে সবাইকে একসঙ্গে বের করে দেওয়ার পক্ষে নয় গণঅধিকার পরিষদ। এতে সংকট তৈরি হতে পারে।

নুরুল হক নুর আরও বলেন, ছোট অপরাধে ক্ষমা করা যেতে পারে, তবে বড় অপরাধীদের এখনই শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে।

সভা শেষে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।

প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কার আন্দোলন এবং পরিবর্তীতে ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

লেখক তথ্য সম্পর্কে
আপডেটের সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
৩ টাইম ভিউ

ভিপি নুর ৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান

আপডেটের সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
Spread the love


আগামী ৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা শেষে এ দাবি জানান তিনি।

ছাত্র-জনতা আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে নুর বলেন, যেসব দুর্নীতিবাজরা স্বৈরাচারী সরকারের সহযোগিতা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রশাসনের অভ্যন্তরে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান নুর। তিনি বলেন, তবে সবাইকে একসঙ্গে বের করে দেওয়ার পক্ষে নয় গণঅধিকার পরিষদ। এতে সংকট তৈরি হতে পারে।

নুরুল হক নুর আরও বলেন, ছোট অপরাধে ক্ষমা করা যেতে পারে, তবে বড় অপরাধীদের এখনই শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে।

সভা শেষে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।

প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কার আন্দোলন এবং পরিবর্তীতে ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।